জাতির অভিভাবক , মুক্তবুদ্ধি চর্চার বাতিঘর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর আমাদের মাঝে নেই। বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ১৪, ২০২০ লেখক, গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান আর নেই। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশের প্রখ্যাত এই শিক্ষাবিদ ও লেখক ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতার পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটে জন্মগ্রহণ করেন। স্কুলে থাকাবস্থাতেই ঢাকায় সপরিবারে চলে আসেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এই বিশিষ্ট লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবন শেষ করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগ্রন্থ রয়েছে তার। গবেষক ও সাহিত্যিক হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কারসহ বেশ কিছু পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। Related posts:শ্বাসকষ্ট বেড়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি, সিসিইউতে স্থানান্তরবিজয়নগর উপজেলায় শিক্ষা প্রতিষ্টান অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগবিজয় দিবসে নাশকতার ছক, ২০ শিবির কর্মী আটক Post Views: ৮৫৫ SHARES জাতীয় বিষয়: