ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে দুই জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৬২ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২০ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশু ও তার দাদি (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার দুপুরে তাদের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত দাদি-নাতির বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামে। এর আগে ওই শিশুর বাবাও প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ (বুধবার) মোট ১৫৫ জনের রিপোর্ট এসেছে আমাদের কাছে। এর মধ্যে ওই দাদি-নাতির রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ। তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা নেয়া হচ্ছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মোট আক্রান্তদের মধ্যে দুজন মারা গেছেন। আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। বাকিরা আইসোলেশনে রয়েছেন। Related posts:বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির মানববন্দনে নারী নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবী।ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসডি) করা হয়েছে মোহাম্...অবিলম্বে লম্পট মাওলানা জসিমউদ্দিন এর বিরুদ্ধে ইফটিজিং এর জন্য থানায় অভিযেগ Post Views: ৬১১ SHARES জাতীয় বিষয়: