বিজয়নগর উপজেলার চান্দুরা টু সিঙ্গারবিল পর্যন্ত মুক্তিযোদ্ধা সড়কের কার্পেটিং দ্রুত গতিতে শেষ হবে উপজেলা প্রকৌশলী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মে ১২, ২০২০ গত১১ই মে সোমবার হইতে বিজয়নগর উপজেলার প্রধান সড়ক চান্দুরা ডাকবাংলো মোড় থেকে চান্দুরা টু সিঙ্গারবিল পর্যন্ত মুক্তিযোদ্ধা সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে কাজ চলতে থাকবে। উক্ত রাস্তার কার্পেটিং এর কাজ সরেজমিনে পরিদর্শন করেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার। এবং পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী – ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন ও চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এম. শামীমউল হক চৌধুরী। পরিদর্শনের সময় তারা কাজের গুনগত মান দেখেন।এবং সরকারি নিয়ম মেনে সঠিক ভাবে কাজ করার জন্য ঠিকাদারকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও রাস্তার কাজ আজ কালীসীমা গ্রাম পর্যন্ত এসেছে কার্পেটিং এর কাজ দ্রতগতিতে এগিয়ে যাচ্ছে তাই এলাকার লোকজন খুব আনদ্দমুখুর এদিকে উপজেলা প্রকৌশলী মো জামাল উদ্দীন বলেন কাজের গুনগত মান রহ্মা করেই কাজ এগিয়ে যাবে দ্রুত সময়ে শেষ হবে Related posts:বিজয়নগরে র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম পির পক্ষ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যুতে মোকতাদির চৌধুরীর শোকবিজয়নগরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী কর্মহীনদের মাঝে বিতরন Post Views: ৬২২ SHARES জাতীয় বিষয়: