হরষপুরে এান নিতে এসে বি এন পি নেতা নাসির মেম্বার কর্তৃক এক সি এন জি চালক হেস্ত নেস্ত

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

আজ বিজয়নগর উপজেলার হর হরষপুর ইউনিয়নের নিদারাবাদ এান নিতে এসে এক হতদরিদ্র সিএনজির ড্রাইভার সমুজ আলীর পুত্র নান্নু মিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বি এন পি নেতা নাসির মিয়ার হাতে গণধোলাইয়ের শিকার হন গণধোলাই খেয়ে হতদরিদ্র সিএনজি ড্রাইভার বিজয়নগর আসলে এ সময় স্হানীয় সাংবাদিকদের মাধ্যমে বিযয়টি আপোষ মীমাংসা হয় এসময় আপোয মীমাংসা মোহাম্মদ নাসির মেম্বার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং নান্নু মিয়া চিকিৎসা করানোর জন্য ১০০০০টাকা নগদ নান্নু মিয়া কে প্রদান করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে সৃষ্টি না হয় সেজন্য সতর্ক করে দেওয়া হয়