বিজয়নগরে ১৩ টি কাচাঁবাজার স্থানান্তর বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০ বিজয়নগরনিউজ ॥ বিজয়নগরে নোবেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা ও সাধারন মানুষের মাঝে সামাজিক নিরাপত্তা দূরত্ব সৃষ্টির লক্ষে কাচাঁবাজার গুলো সাময়িক ভাবে স্থানান্তর করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টি নিশ্চিত করেছেন । জানা যায় ,উপজেলার ১০ টি ইউনিয়নের প্রায় সবগুলি হাট বাজার সংকির্ন স্থানে অবস্থিত ।যার ফলে হাট বাজাওে অবস্থানরত ক্রেতা বিক্রেতাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি রয়েছে। এর প্রেক্ষিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় হাটবাজার গুলোতে ক্রেতা ও বিক্রেতাগনকে সামাজিক দূরত্ব বজায় রে?েখ ক্রয় বিক্রয় নিশ্চিত করার লক্ষে উপজেলা প্রশাসন ২৫ টি বাজার চিহ্নিত করে ।এরই মাঝে আজ শনিবার ১৩ টি বাজারকে সাময়িক ভাবে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরিত বাজার গুলো হল চান্দুরা,আমতলী ,ইসলামপুর ,সাতবর্গ ,দেওয়ান বাজার ,চর ইসলামপুর ,আরিয়ল বাজার ,কালী বাজার ,চম্পকনগর ,মেরাশানী বাজার ।এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন ,এই বাজার গুলো সংকির্ন স্থানে অবস্তিত তাই ক্রেতা বিক্রেতাদের সংক্রমনের আশংকা থাকে । একারনে করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় হাট বাজার গুলোতে ক্রেতা ও বিক্রেতা গনের সামজিক দূরত্ব বজায় রেখে ক্রয় বিক্রয় নিশ্চিত করার লক্ষে প্রথম ধাপে ১৩টি বাজার স্থানান্তর করা হয়েছে এবং বাকী বাজার গুলো স্থানান্তরের প্রক্রিয়া চলছে। Related posts:বিজয়নগরে বঙ্গমাতার জন্ম দিবস উদযাপন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণইতিহাসের এ-ই দিনে১০ই মার্চ১৯৭১ইউপি ও পৌর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি Post Views: ৫৭৮ SHARES জাতীয় বিষয়: