র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরীর নির্দেশে প্রতিবন্ধীদের মাঝে মৃনাল চৌধুরী লিটনের মানবিক সাহায্য প্রদান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০ বিজয়নগর নিউজ।। প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ প্রতিবন্ধীদের বাদ দিয়ে সম্পূর্ণ সমাজ কল্পনা চিন্তা করা যায় না করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে প্রতিবন্ধীরাও সংকটে পড়েছে এই সংকট থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে করুনা কে মোকাবেলা করতে হবে তাই আজ ক্লাবের সভাপতি প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী লিটন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্দেশে আজ সাতটি প্রতিবন্ধী পরিবারের মাঝে মানবিক সাহায্য হিসেবে চাউল ডাল আলো তৈল সহ় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি পৌঁছে দেয় Related posts:বীরাঙ্গনা নয়, মুক্তিযোদ্ধা > দু’একটা রাজাকারগো ফাঁসি দিলেই হইব না : সখিনা বেগমরফিকুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে অভিযোগ গুলি তদন্ত করে ব্যাবস্তা নেওয়া হবে ফেরদৌস৫ দফা দাবি আদায়ে বিজয়নগরে কর্মবিরতি পালন Post Views: ৮০৩ SHARES জাতীয় বিষয়: