বিজয়নগর সরকারি চাল বহণ করে বিপাকে অটোচালক প্রেসক্লাব বিজয়নগরে আহজারি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ আজ ১৬। ৪। ২০২০ ইং ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে এক অটোরিক্সা চালকের আর্তনাত যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পর আজ মামুন খান নামের সেই অটোরিক্সার চালক তার অটোরিকশা ফিরে পেতে আজ প্রেসক্লাব বিজয়নগরের অস্হায়ী কার্য্যালয়ে বিষ্ণুপুর ইউ পি পাচজন সদশ্য নিয়ে আসেন এবং ঘটনার বিযয়ে সাংবাদিকদের উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেষপুরের বাসিন্দা । তিনি প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে। বলেন, গত ১২ এপ্রিল চালের ডিলার শাহীন ভুঁইয়ার ফোনে সাড়া দিয়ে উপজেলার জামাল চেয়ারম্যানের বাড়িতে ১৪ বস্তা চাল দিয়ে আসতে বলেন। তখন চাল গুলো গাড়ি তুলে নিয়ে যাই। নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তাকে জনগণ আটক করেন। তখন সে চাল গুলো চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাচ্ছেন এমনটা জানিয়ে ছিলেন ড্রাইভার মামুন। তখন চাল সহ অটোরিক্সাটি এলাকার লোকদের সহযোগিতায় পুলিশ বিজয়নগর থানায় নিকট নিয়ে যায়। তখন ড্রাইভার মামুন ঘটনাটি খুলে বলেন। তারপরও তার অটোরিক্সাটি আটকে রেখেছে মর্মে তিনি দিনমজুর, অসহায় হিসেবে তার একমাত্র আয়ের উৎস এই অটোরিক্সাটি উল্লেখ করেন। এর মাধ্যমে উপার্জন করে সংসার চলে তার। অটোরিক্সা উদ্ধারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেনল্লেখ্য বলেন ঘটনার পর হইতে জীবনের নিরাপত্বা হীন হয়ে পরছেন তিনি তার জীবনের নিরপও্বা চেয়েপ্রসাশনের দৃস্টি আকর্ষণ করেন উপজেলার বিষ্ণুপুর রানওয়ে বাজারের ডিলার মো: শাহিন ভূইয়ার গোডাউন থেকে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে পাচারকালে দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় স্থানীয়দের হাতে ১৪ বস্তা চাল আটক করা হয়। এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন পরিষদের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য আম্বিয়া খাতুন হানিফ মেম্বার হাদিস মেম্বার হুমায়ুন মেম্বার আক্তার মেম্বার Related posts:শহীদ নুর হোসেন দিবস পালনআমি তো কোনো দোষ করি নাই। আমি আপনাদের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছিঅবশেষে আলোচিত এসআই রফিক ও জাহাঙ্গীরের বদলি Post Views: ৫৪৫ SHARES জাতীয় বিষয়: