বিষ্ণুপুর গরুর খামারী জয়নাল আবেদিনকে হত্যার চেস্টা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ বিজয়নগরনিউজ।। বিজয়নগর উপজেলা বিষ্ণুপুর ইউ পি কালাছড়া গ্রামের গরুর খামারী কে রাস্তা অবরুদ্ধ করে হত্যার চেষ্টাকরে গত১২ ই এপ্রিল দুপুর ১২ টার দিকে গরুর খামারি জয়নাল আবেদীন তার গরুর খামার রক্ষণাবেক্ষণ করে বাড়িতে ফেরার সময় ইগরতলী গ্রামের হাফিজুল ইসলাম মিয়া বাবুল মিয়া জব্বর মিয়ার পুত জিল্লু মিয়া্ মিজান মিয়া পুএ রনি মিয়া কাসিমপুর গ্রামের শামীম মিয়া তাকে অতর্কিতভাবে হামলা করে দেশীয় রামদা বল্লম নিয়ে জয়নাল মিয়ার উপর হামলা করে এবং তাকে মারাত্মক রক্তাক্ত জখম করে এ সময় সাক্ষীগণ আসিয়া তাদের কবর হতে রক্ষা করিয়া আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায় এদিকে আজ ১৪ এপ্রিল হাবিবুর রহমানের পুত্র জয়নাল মিয়া বাদী হয়ে কাশিমপুর গ্রামের ৪ জনের নামে একটি মামলা দায়ের করে এ বিযয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা বলেন তদন্ত করে ব্যাবস্হা নেওয়া হবে Related posts:আমি সবসময় আপনাদের পাশে আছি: মোকতাদির চৌধুরীবিজয়নগরে চর ইসলামপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটকশুধু খুলনায় নয় সারাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে মোকতাদির চৌধুরীর মত নেতা প্রয়োজন Post Views: ৬২৮ SHARES জাতীয় বিষয়: