বিজয়নগরের ইসলামপুর ও শশুই গ্রাম লকডাউন করে দিল স্থানীয়রা বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ বিজয়নগর নিউজ : করোনা ভাইরাস হতে এলাকাকে রক্ষা করতে বিভিন্ন স্থানে এলাকাবাসীর উদ্যোগে লকডাউন করা হচ্ছে।আজ বুধবার সন্ধায় শশুই গ্রামের বিভিন্ন রাস্তায় ও ইসলামপুর সর্দারপাড়া সমাজকল্যাণ সংসদ এর উদ্যোগে ইসলামপুর গ্রামের মুল সড়ক পুরতান পুলিশ ফাড়ির সামনে সড়কে বেরিকেড দিয়ে লকডাউন করে দেওয়া হয়। এসময় ইসলামপুর ফাঁড়ীর এস, আই সিদ্দিকুর রহমান, মহিলা মেম্বার নিলুফা ইয়াসমিন, উপদেষ্টা মোঃ মিনার মিয়া,ইজাজুর রহমান রাকিব, সাধারন সম্পাদক মোঃ জুয়েল ভূইঁয়া, আশিক মাস্টার,আবুল খায়ের,কাজী হাফিজ উদ্দিন, কাজী খাইরুল ইসলাম সহ স্থানীরা লকডাউন করে দেন।এর আগে একই গ্রামের দক্ষিন পাশে দক্ষিন কাজী বাড়ির সামনের রাস্তায় লোকজন আরেকটি বেরিকেড দিয়ে লক ডাউন করে দেয়। Related posts:সোমবার থেকে সাত দিন লকডাউন১হাজার ৭শত পিস ইয়াবা ট্যাবলেটসহ বিজয়নগরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারইতিহাসের এ-ই দিনে১০ই মার্চ১৯৭১ Post Views: ৫৫৯ SHARES জাতীয় বিষয়: ইসলামপুরকরোনাবিজয়নগরলকডাউন