চিনাইর গ্রামের দুই পরিবারের ১২ জন বিজয়নগর হাসপাতালের কোয়ারেন্টাইনে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের দুই পরিবারের ১২ সদস্যকে বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ব্রাহ্মনবাড়িয়ার চিনাইর গ্রামের আবুল নেসারের ছেলে মোবারক মিয়া (১৮) ও মনু মিয়ার ছেলে রয়েল (১৮) গত ৬ এপ্রিল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে। তারা তাদের পরিবারে লোকজনের সাথেও মেলামেশা করে। এ খবর পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা এই দুই পরিবারের সদস্যদের বিজয়নগরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের আক্রান্ত রোগী পাওয়া গেছে সেহেতু তারা উচ্চ ঝুঁকিতে রয়েছে। এ জন্য ওই দুই পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এখনও তাদের মাঝে করোনার কোন লক্ষণ দেখা যায়নি। Related posts:শাহআলম সরকারের মৃত্যুতে গভীর উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি শোকজাতির পিতার জন্মশত বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কর্মসূচীব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বোনের বাড়িতে ভাইয়ের আত্মহত্যা Post Views: ৫১৩ SHARES আন্তর্জাতিক বিষয়: