আখাউড়া স্থল বন্দর দিয়ে দেশে ফেরা ৬ বাংলাদেশী বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ বিজয়নগরনিউজ।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে চার মহিলাসহ ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা দেশে ফেরেন। দেশে ফেরার পরই তাদেরকে স্থলবন্দর থেকে কোয়ারেন্টিনে রাখার জন্য বিজয়গর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আখাউড়া ইমিগ্রেশন পুলিশ জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ওই ছয় বাংলাদেশি আটকা পড়েছিলেন। পাসপোর্টের ঠিকানা অনুযায়ী তাদের মধ্যে চারজনের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়, একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ছতুরা শরীফ গ্রামে এবং একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামে। ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা চারজন একই পরিবারের। মঙ্গলবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে আসার পর তাদেরকে আখাউড়া উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশের প্রতিনিধিরা গ্রহণ করেন। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুল আলম স্বপন বলেন, দেশে ফেরা ছয় বাংলাদেশির কারো শরীরেই করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে নিয়ম অনুয়ায়ী তাদের সবাইকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টিনে থাকাকালে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় তাহলে তাদেরকে আইসোলেশনে নেয়া হবে। Related posts:বিজয়নগরে আন্তর্জাতিক নারী দিবস পালিতহঠাৎ গণহারে অসুস্থতার ছুটি ক্রুদের, ৭৯ ফ্লাইট বাতিলত্রাণ ছয় নয়ের বিষয়টি তদন্তে জেলা প্রশাসককে মোকতাদির চৌধুরীর নির্দেশ Post Views: ৫৭৩ SHARES আন্তর্জাতিক বিষয়: