কেউ ব্যাক্তিগত ভাবে কাউকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিলেও প্রসাশনকে অবহিত করতে হবে বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০ বিজয়নগরনিউজ।। বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকেই গরিব-দুখী ও দুস্থদের সাহায্য-সহযোগিতা করছেন। তবে এর ফলে অনেকক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় থাকছে না। তাই এখন থেকে কেউ ব্যক্তিগতভাবে কাউকে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য দিতে চাইলে তাকে সে বিষয়ে পুলিশকে অবহিত করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস নোটে এ তথ্য জানায় পুলিশ সদরদফতর। প্রেসনোটে জানানো হয়, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সেবা ও সাহায্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। দাঁড়াচ্ছে সেবাধর্মী অনেক প্রতিষ্ঠানও। খাদ্য ও সেবা বিতরণ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই লোক সমাগমের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং সোশ্যাল ডিসটেন্সিং এর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না যা বর্তমান প্রেক্ষিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই, যেকোনো প্রকার ত্রাণ ও সেবা বিতরণমূলক কাজের ক্ষেত্রে আগেভাগেই প্রশাসন ও পুলিশকে অবগত করে প্রয়োজনীয় সহযোগিতা নিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।’ পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। Related posts:বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে আর মুছে ফেলা যাবে না’সাংবাদিককে গাড়িতে তুলে ভিডিও ডিলিট করালেন শোভনবঙ্গবন্ধু ছিলেন জনগণের সেবক : এ বি এম খায়রুল হক Post Views: ৬৩৪ SHARES আন্তর্জাতিক বিষয়: