ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর মহৎ উদ্যোগ

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০

বিজয়নগর নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ব্যক্তিগত উদ্যোগে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত তিনদিনে ব্রাহ্মণবাড়িয়া সদরের শ্রমজিবী কর্মহীন ৯০ টি পরিবার ও বিজয়নগর উপজেলায় হতদরিদ্র ও শ্রমজিবী-বেকার-খেঁটে খাওয়া ১৩০ টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। প্রতিটি প্যাকেটের মধ্যে ৫ কেজি চাল,২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ,১ কেজি ডাল, আধা কেজি লবন ও ১টি সাবান ছিল। এছাড়াও তাঁর নিজ উপজেলায় প্রান্তিক মানুষের মাঝে দাঁড়ানোর আগ্রহ ব্যক্ত করেছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিপ্লবী সভাপতি রাশেদ খান মেননের নির্দেশ ও ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর অনুপ্রেরনাকে সামনে রেখে করোনা বিপর্যয়ে স্থবির দেশের উদ্বিগ্ন মানুষের পাশে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সমাজ সেবায় এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বিত্তবানদের দ্রুত প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।