ব্রাহ্মণবাড়িয়ায় হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে প্রাবাসীদের বাড়ি বাড়ি সেনাবাহিনীর অভিযান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীদের হোম কোয়ারেন্টিন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী । রবিবার সকালে কুমিল্লা সেনানিবাসের ৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর মো. মাহফুজ আলমের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে সদ্য ফেরৎ প্রবাসীরা হোম কোয়ারেন্টিন মানছে কি, না তা খতিয়ে দেখেন এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় তাদের নির্ধারিত সময় পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকতে সচেতন করেন। রোববার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাজীপাড়া মহল্লায় গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসফেরতদের বাড়ি বাড়ি গিয়ে নিয়ম মেনে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন মেজর মাহফুজ। বৈশ্বিক এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। মেজর মো. মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, গত ২৬ মার্চ থেকে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি। আমরা চেষ্টা করছি বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণের মাঝে সচেতনা তৈরি করার। সবাই হোম কোয়ারেন্টাইন মেনে চললে আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারব। Related posts:দেশে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালআমরা জনগনের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিবিজয়নগরে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ Post Views: ৭৭০ SHARES জাতীয় বিষয়: