করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০ বিজয়নগর নিউজ।। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে জেলা পুলিশ। জেলার নয় থানার ৪৫ জন সদস্যকে নিয়ে এ টিম গঠন করে দেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। পুলিশের এই টিম নিজেদের সুরক্ষা নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবে। শুক্রবার রাতে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর্মীদের সহায়তা, জেলা প্রশাসন এবং জেলায় আগত সেনাবাহিনীর সদস্যদের সার্বক্ষণিক সহায়তা দিতে ৪৫ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। করোনায় কেউ আক্রান্ত হলে কিংবা কারও মধ্যে উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়ার কাজও করবে কুইক রেসপন্স টিম। এছাড়া বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগাবেন টিমের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ বলেন, জেলার নয় থানায় পাঁচজন করে কুইক রেসপন্স টিমে কাজ করবেন। করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে কোনো খবর এলে এবং সহযোগিতার প্রয়োজন হলে দ্রুত সময়ের মধ্যে এই টিম অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। সেজন্য এটির নাম কুইক রেসপন্স টিম রাখা রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই টিম মাঠে থাকবে। থানা ভিত্তিক কুইক রেসপন্স টিমের অফিসারদের নাম ও মোবাইল নম্বর প্রদত্ত হলো ঃ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ১। পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব মোঃ সেলিম। মোবাইল- ০১৭১৫-৭৭৪৮০৫ ২। এসআই/ মোঃ শফিকুল ইসলাম। মোবাইল- ০১৭১১-৯৩২৮৭৯ ৩। এসআই/ তারেক সুমন। মোবাইল- ০১৭১২-৮০৮৬৪৭ ৪। এএসআই/ আশিকুর রহমান। মোবাইল- ০১৮৭৮-৬৭৪০৩৬ ৫। কনস্টেবল/ ৫৮২ মোঃ এরশাদ হোসেন। মোবাইল- ০১৭১৯-০৬৭৭৪৫ আশুগঞ্জ থানা ১। এসআই(নিরস্ত্র)/মোঃ জামাল হোসেন। মোবাইল- ০১৭১৬-৫৯১৫১৩ ২। এসআই(নিরস্ত্র)/মোঃ শরিফুল ইসলাম। মোবাইল- ০১৬৮২০০৩৬৯৮ ৩। এএসআই(নিরস্ত্র)/মোঃ ইকবাল হোসেন। মোবাইল- ০১৮২৭-৪২৩১৪৪ ৪। কনস্টেবল/ ৮৮৫ মোঃ সোহানুর রহমান। মোবাইল- ০১৭৮৭-৪৪৮৪৯৩ ৫। কনস্টেবল/৭৫৭ দেবাশীর্ষ। মোবাইল- ০১৭১৯-৬৭৪৯৩৬ সরাইল থানা ১। পুলিশ পরিদর্শক(তদন্ত)/মোঃ নুরুল হক। মোবাইল- ০১৭৬৯-৬৯১৯৩৩/০১৭৬০-৩০৮৮৯৯ ২। এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ শাহাদাৎ হোসেন। মোবাইল- ০১৬৭২-৭১৭০৩৭ ৩। এএসআই(নিরস্ত্র)/রাজীব মজুমদার। মোবাইল- ০১৮২৯-৯৭২৭৯৬ ৪। কনস্টেবল/ ১১৮৯ মোঃ বেলাল হোসেন। মোবাইল- ০১৮১৪-৭৩৭৯২৮ ৫। কনস্টেবল/ ৬৮৩ আঃ রউফ। মোবাইল- ০১৬৩২-৭৮৪৯৮৪ নাসিরনগর থানা ১। এসআই তারিকুল ইসলাম। মোবাইল- ০১৭৪৭০৭৭৩৮৯ ২। এসআই ইব্রাহিম আকন্দ। মোবাইল-০১৮১৩৬৬৬৬৬৭ ৩। এএসআই ইমাম উদ্দিন রাজু। মোবাইল-০১৭৫৭৩৮০২২৩ ৪। এএসআই অলি উল্লাহ। মোবাইল- ০১৭৬৭৫৯১১৯৭ ৫। কনস্টেবল/৫৫২ মিজানুর রহমান। মোবাইল-০১৭৩২৪১১৬০৫ নবীনগর থানা ১। এসআই/মোজাম্মেল হোসেন। মোবাইল- ০১৭৩১৭৯৩৫২৯ ২। এএসআই/আবু তাহের। মোবাইল- ০১৮৩৪৯৩২৫৬৩ ৩। এএসআই/কিরন হোসেন। মোবাইল-০১৭৩১৪৬০৯৯০ ৪। কনস্টেবল/ ৫৬৮ শাহ আলম। মোবাইল- ০১৭৫৯১১৭৩৯১ ৫। কনস্টেবল/ ৪৭৩ মোঃ রফিকুল ইসলাম। মোবাইল- ০১৮১৪৮৮৩৭৩৭ বাঞ্ছারামপুর থানা ১। পুলিশ পরিদর্শক (তদন্ত), জনাব মোঃ রাজু আহমেদ। মোবাইল-০১৭৬৯-৬৯১৯৩৬ ২। এসআই/মোঃ মনিরুল ইসলাম। মোবাইল- ০১৭১৭-৬৮৪০৮০ ৩। এসআই/নারায়ন চন্দ্র দাশ। মোবাইল- ০১৮৭৮-৭২৩৩০৭ ৪। এসআই/আবু বকর সিদ্দিক। মোবাইল- ০১৭৩৫-৯৩৮৯৩৮ ৫। এএসআই/মোঃ আবুল হোসেন। মোবাইল- ০১৭১২-৫২৬৫১৫ কসবা থানা ১। এসআই(নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন। মোবাইল- ০১৮১৯-৮৯৭৫১০ ২। এসআই(নিরস্ত্র) মোঃ ইমরান হোসেন। মোবাইল- ০১৭১৬-২৫২৫৫৭ ৩। এএসআই(নিরস্ত্র) আনোয়ার জাহিদ। মোবাইল-০১৮৪২-৯০০৯৩২ ৪। এএসআই(নিরস্ত্র) মোঃ আল আমীন। মোবাইল- ০১৭১২-৩৩৩৯৫৩ ৫। কনস্টেবল/ কং/৯২৯ ইকবাল হোসেন। মোবাইল- ০১৭৪৬-৩২১০৮২ আখাউড়া থানা ১। এস আই (নিঃ) নিতাই চন্দ্র দাস। মোবাইল- ০১৭৭৯-১২২৭৯৮ ২। এস আই (নিঃ) হাবিবুর রহমান। মোবাইল- ০১৭৩৫-৯১৪২৮২ ৩। এ এস আই (নিঃ) নুর উদ্দিন। মোবাইল- ০১৮৭৮-১০৫০৯৭ ৪। এ এস আই (নিঃ) মোহাম্মদ হাছান। মোবাইল- ০১৮১৪-৪২১৫১০ ৫। কনস্টেবল/৬০৫ কবির হোসেন। মোবাইল-০১৮১৪-২০৬২৭০ বিজয়নগর থানা ১। পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব প্রভাত চন্দ্র দাস। মোবাইল- ০১৭৬৯৬৯১৯৩৯ ২। এসআই/মো: হাসান খলিল উল্লাহ। মোবাইল- ০১৭১২৯৭৯৮২২ ৩। এসআই/ মাহমুদুর রহমান। মোবাইল- ০১৯১২৩৯১৮০৭ ৪। এএসআই/আব্দুল ওয়াদুদ। মোবাইল- ০১৮৫৫২৮৭৮১৬ ৫। এএসআই/সুমন বড়ুয়া। মোবাইল- ০১৯৮৪৪০০৮৭৩ Related posts:৬১ জন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধের প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধনব্রাহ্মণবাড়িয়ায় এক প্রতিবন্ধী যুবককে কুপিয়ে হত্যাসমুদ্রসীমায় ২০ মে থেকে ৬৫ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ Post Views: ৬৬২ SHARES আইন-আদালত বিষয়: