ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ দুরত্বে দাঁড় করিয়ে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২০ বিজয়নগরনিউজ। হতদরিদ্র্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। শহরের ফারুকী পার্কে নিরাপদ দূরত্ব বজায় রাখতে গোলবৃত্তের মাঝখানে দাঁড় করিয়ে মোট ৩৫টি পরিবাররের মাঝে খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হয়। যাদেরকে খাদ্যসামগ্রী দেয়া হয়েছে তাদের অধিকাংশই দিনমজুর,ভিক্ষক ও প্রতিবন্ধী। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি তেল, এক কেজি লবন, দুই কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি চিনি, দুই কেজি আটা, এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, দুইটি সাবান ও এক প্যাকেট বিস্কুট। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মশিউজ্জামান ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য প্রমুখ। প্রসংগত করোনা ভাইরাস আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়া শহরে সকাল থেকে ছিল শোনসান নিরবতা।শহরের প্রধান প্রধান সড়কগুলো এখন ফাঁকা।দুপুর থেকে সেনা সদস্যরা শহরে টহল দিয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের কয়েকটি টীম শহরের বিভিন্ন স্থানে অযথা ঘোরাফেরা না করতে জনসাধারণকে অবহিত করেছেন।সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ঔষদ,কাচাবাজার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান পাঠ বাদে সব দোকানপাঠ বন্ধ রয়েছে।ঢাকা থেকে কোন জাতীয় দৈনিক ব্রাহ্মণবাড়িয়ায় আসে নাই Related posts:শহীদ ‘সেলিম-দেলোয়ার দিবস সেলিম দেলোয়ার, তিতাস; আন্দোলনের লাল পলাশ’।মৎস্য চাষ ও সি-ফুড বিষয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ১৭ জুলাই থেকেবীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টুর মৃত্যুতে প্রেসক্লাব বিজয়নগর এর শোক Post Views: ৭২৯ SHARES আইন-আদালত বিষয়: