বিজয়নগরে মহান স্বাধীনতা দিবস পালন

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২০

আজ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন-সার্বোভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু। স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পরের বছর ২৬ মার্চ থেকেই পালিত হয়ে আসছে মহান স্বাধীনতা দিবস। কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। মুজিববর্ষে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে সারাদেশের ন্যায় বিজয়নগরেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও পরে তা বাতিল করা হয়। তবে দিবসটি উপলক্ষে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে দিবসটি উপলক্ষে নেয়া বাকী কর্মসূচি বাতিল করেছে বিজয়নগর উপজেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার , অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান,সহকারী কমিশনার( ভূমি) মো: মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট মো: তারা মিয়া প্রমুখ।