বিজয়নগরে প্রবাসী হোম কোয়ারান্টাইন না থাকায় বিয়ের আয়োজনে করায় জরিমানা

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হোম কোয়ারেন্টাইন না মেনে বিয়ে করতে এসে জরিমানা গুনল প্রবাসী বর। উপজেলার বুধন্তি ইউনিয়নের সেমড়া গ্রামের মৃত হাসিম আলির ছেলে কুসুম আলী ১০মার্চ কুয়েত থেকে দেশে আসেন এবং আগামী ২২মার্চ বিয়ের অনুষ্ঠান ঠিক করেন, ১৪দিন হোম কোয়ারেন্টাইন এ না থেকে তিনি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছিলেন। হোম কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান সহ থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, উল্লেখিত প্রবাসী বিয়ের অনুষ্ঠান করার আয়োজন করে বিভিন্ন জায়গায় দাওয়াত দিচ্ছিলেন। ১৪দিন হোম কোয়ারেন্টাইন না মেনে তিনি বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত সকালে বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ সময় তার পরিবারের লোকজন বিয়ের অনুষ্ঠান আয়োজন না করার মুচলেকা দেয় ও কোয়ারেন্টে থাকার অঙ্গিকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করে। এর আগে সকালে একই ইউনিয়নের খাতাবাড়ি গ্রামের মন্নাফ মিয়ার মেয়ে হুছনা আক্তারের সাথে একই ইউনিয়নের বীরপাশা গ্রামের আওয়াল মিয়ার ছেলে মমিন মিয়ার বিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয় প্রশাসন। এসময় স্থানীয় মেম্বার জামাল মিয়া ও কনের বাবা মন্নাফ মিয়া বিয়ে পেছানোর কথা বলে মুচলেকা দেয়।