বিজয়নগর উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ এর সাধারণ সভা অনুষ্ঠিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০ বিআরডিবি’র আওতাভুক্ত বিজয়নগর উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ এর ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কেন্দ্রিয় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। এতে অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাদিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রিয় সমিতি লিঃ এর ভাইস চেয়ারম্যান সঞ্জয় রায় পোদ্দার, সাতগাঁও রিক্সাচালক সমবায় সমিতি লিঃ এর সভাপতি রঞ্জিত লাল মল্লিক, চেঙ্গারপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান, সাটিরপাড়া কৃষক সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ লোকমান হোসেন, মেরাশানী পূর্ব কৃষক সমবায় সমিতি লিঃ এর ম্যানেজার মোঃ বাদশা মিয়া প্রমুখ। সাধারণ সভায় সমিতির কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রতিটি সমিতিকে যথাসময়ে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া সমিতির সদস্যদের শেয়ার সঞ্চয় বৃদ্ধিতেও গুরুত্বারোপ করা হয়। Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় এ বছর ৫৮০টি দুর্গামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবেনা ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী Post Views: ৪৫৬ SHARES জাতীয় বিষয়: