মোক্তাদির চৌধুরীকে উদ্দেশ্য শিক্ষা উপমন্ত্রী নওফেলের মুরব্বিজ্ঞান বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠান মঞ্চে থাকা ৯টি চেয়ারের মধ্যে তোয়ালে দেওয়া একটিকে প্রধান অতিথির বসার জন্য নির্ধারণ করা হয়। তবে অনুষ্ঠানের সভাপতি ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে সম্মান দেখিয়ে ওই চেয়ারে তিনি বসেননি। পুরো অনুষ্ঠানেই তিনি প্রধান অতিথির পাশের চেয়ারে বসেছিলেন। গতকাল বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত একাধিক সূত্র জানায়, মঞ্চে ওঠার পরপরই মোকতাদির চৌধুরী প্রধান অতিথির জন্য নির্ধারিত চেয়ারে (অন্য চেয়ারের চেয়ে একটু উঁচু) বসতে নওফেলকে অনুরোধ করেন। তাৎক্ষণিকভাবে মোকতাদির চৌধুরীকে ওই চেয়ারে বসার জন্য অনুরোধ করে নওফেল বলেন, ‘আপনি আমার মুরব্বি। আপনিই এখানে বসবেন।’ এদিকে অনুষ্ঠানের উপস্থাপক অদিতি রায় উপমন্ত্রী নওফেলকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর সময় উনার সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেন। এ সময় হাসি দিয়ে অদিতিকে হাতের ইশারায় থামিয়ে বক্তব্য দিতে মঞ্চের ডায়াসের দিকে চলে আসেন নওফেল। এর আগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ড. সাজ্জাদ হোসেন তাঁর বক্তব্যের শুরুতে মহিবুল হাসানকে নিয়ে কথা বলতে চাইলে তখনো তাঁকে থামিয়ে দেন নওফেল। বক্তব্য দিতে গিয়ে মোকতাদির চৌধুরীকে পিতৃতুল্য বলে উল্লেখ করেন উপমন্ত্রী নওফেল। পরে মোকতাদির চৌধুরী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপমন্ত্রী নওফেলকে স্নেহধন্য ও তাঁর বাবা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে শ্রদ্ধেয় নেতা বলে উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ভার্সিটির সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন প্রধান অতিথি মহিবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, উপাচার্য ড. আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ফাহিমা খাতুন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. সাজ্জাদ হোসেন ও ট্রাস্টি ড. দেলোয়ার হোসেন। Related posts:বিজয়নগরে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর-বাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতিব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় মামলা, গ্রেফতার ৫হেফাজতিদের মাদ্রাসায় কোরবানির পশুর চামড়া দান করা জায়েজ হবে না Post Views: ৬৫৮ SHARES আন্তর্জাতিক বিষয়: