বিজয়নগঅবৈধভাবে মাটি কাটায় ভেকু জব্দ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০ বিজয় নগর বুধুন্তি ইউনিয়নের র সিনাইা নদীর পাড় হইতে বেয়ালিয়া বিল হইতে অবৈধভাবে মাটি কাটার সময় বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান হইতে একটি ভেকু জব্দ করেন এ সময় ভূমি অফিসের নাজির আতিকুর রহমান বুধন্তী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আবুল কাশেম প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃণাল চৌধুরী লিটন উপজেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম এ সময় সহকারী কমিশনার মাহবুবুর রহমান জব্দকৃত ভেকুটি বুধন্তি ইউনিয়ন পরিযদ চেয়ারম্যান জিতু মিয়ার জিম্মায় ভেকুটি দিয়েদেন Related posts:বিজয়নগরে তানবীর ভূঞার রহস্যময় জিডি,জানেনা দলীয় সিনিয়র নেতৃত্বমেয়র কামরানের মৃত্যুতে উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি শোক প্রকাশব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ২৯তম সভা অনুষ্ঠিত Post Views: ৪৭৪ SHARES আইন-আদালত বিষয়: