ভ্যানিটি ব্যাগ ও টিফিন বক্সে লুকিয়ে মাদক পাচারকালে নারী আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিনব কায়দায় মাদক পাচারকালে ১০বোতল ভারতীয় স্কফ সিরাপ সহ তানিয়া আক্তার (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের গাজির বাজার ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। আটক তানিয়া আক্তার একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শিপন মিয়ার স্ত্রী। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তানিয়া বেগমকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ ও টিফিন বক্সে তল্লাশি করে ১০বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আতিকুর রহমান Related posts:ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দকরোনা মোকাবেলা: সারাদেশে আট হাজার বেড প্রস্তুতম্যাজিস্ট্রেটের সামনে সিগারেটের প্যাকেটের সাথে বেড়িয়ে গেল ইয়াবা, ৩মাসের জেল Post Views: ৫২৩ SHARES আইন-আদালত বিষয়: