বিজয়নগর ২০কেজি গাজা সহ দুই জন আটক

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

বিজয়নগরনিউজ।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতবল এলাকার সৈয়দ মিয়ার ছেলে হেলন মিয়া ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার আয়নাগোপ এলাকার রহিছ মিয়ার ছেলে সজিব। বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগরের পাহাড়পুর ইউপির ভিটিদাউদপুর এলাকার শাহ নেওয়াজের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ভাঙারি মাল (পুরাতন জিনিস) ক্রয়ের ভ্যানগাড়িতে তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।