ছেলে ১৮ বছর পর পেল মায়ের সন্ধান! বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ বিজয়নগর নিউজ ডেস্ক: ছেলে ১৮ বছর পর পেল মায়ের সন্ধান! এ যেন কোনো সিনেমার গল্পের থেকে কোনো দিক দিয়ে কম না। পটুয়াখালী শহরের তিতাস সিনেমা এলাকাবাসীর সহায়তায় যার ঠাঁই হয়েছিল ফুটপাতের একটি ঘরে আজ ১৮ বছর পর তিনি ফিরে গেলেন নিজ ঠিকানায়। আবেগআপ্লুত স্থানীয় কাউন্সিলর পরিবারের কাছে হস্তান্তর করলো ৭০ বছরের বৃদ্ধা বকুলী রানীকে। এলাকার রাস্তার পাশের একটি ঝুপড়ি ঘরেই গত ৪ বছর ধরে নাম না জানা এ বৃদ্ধার ঠাঁই হয়েছিল। এলাকার কাউন্সিলরসহ স্থানীয়রা যে যার মতো করে এতদিন তাকে সাহায্য সহযোগিতা করে আসছিলেন। গত দুই দিন আগে হঠাৎ ওই বৃদ্ধার নাতি রিপন চন্দ্র হাওলাদার তাকে দেখে চিনে ফেলে। সাথে সাথে তার বাবাকে ঘটনাটি জানালে তিনি সেখানে ছুটে আসেন। তৈরি হয় এক মিলন মেলার। বকুলী রানীর স্বামীর নাম মৃত মাখম চন্দ্র হাওলাদার। তার বাড়ী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পাড়ডাকুয়া এলাকার তালতলা গ্রামে বলে জানান তার ছেলে ঠাকুর চন্দ্র হাওলাদার। ১৮ বছর আগে বকুলীর মেয়ে আলো রানীর বিয়ে হয় ভারতে। তাকে খুঁজতে ভারতে গিয়ে নিখোঁজ হয় বকুলী রানী। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তিনি জানান, তার ছেলে রিপন চন্দ্র হাওলাদার ১৮ বছর ধরে নিখোঁজ দাদিকে গত দুইদিন আগে রাস্তায় দেখতে পেয়ে চিনতে পারে। সাথে সাথেই সে ফোন করে বিষয়টি জানায়। বকুলী রানী দীর্ঘ ১৪ বছর কোথায় ছিলেন কেউ জানে না। তবে গত চার বছর আগে শহরের তিতাস সিনেমা এলাকার মৃধা হোটেলের সামনে ছিন্নবস্ত্র ও রোগাক্রান্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে লাইজু নামের এক হোটেল মালিক তাকে আশ্রয় দেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বকুলী রানীর পরিচয় মিললে কান্নায় ভেঙ্গে পরেন লাইজু নিজেও। বকুলী ফিরে যাচ্ছে এ খবরে অশ্রুসিক্ত হয় পড়েন তাকে সহযোগিতা করা অনেকে। তাকে এক নজর দেখতে ভিড় করেন তারা। অসহায় এক মাকে দেখভাল ও পরিবারের কাছে হস্তান্তর করতে পেরে নিজেকে গর্বিত ভাবছেন স্থানীয় কাউন্সিরল কাজল বরণ দাস। তিনি জানান, ‘বিবেকের তাড়না থেকে স্থানীয়দের সাথে নিয়ে দীর্ঘ চার বছর বকুলী রানীকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছেন। এই বৃদ্ধা এলাকায় সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। কথা কম বলতেন। মনে হতো মানসিক ভারসাম্যহীন তিনি। আশপাশের বাসায় গিয়ে খাবার খেতেন। আমরা সবাই মিলে একটি ঝুপড়িঘর তুলে দিয়ে সেখানে তার থাকার ব্যবস্থা করি। Related posts:ব্রাহ্মণবাড়িয়া জেলাকে অবরুদ্ধ (লক ডাউন) ঘোষণাপবিত্র ঈদুল আযহা মৃনাল চৌধুরী লিটনের শুভেচ্ছাপাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সন্মেলন অনুস্টিত Post Views: ৬৫০ SHARES জাতীয় বিষয়: ছেলেমায়েরসন্ধান১৮ বছর