চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সাথে দেখা করেছেন।

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০

বিজয়নগর নিউজ।। চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সাথে দেখা করেছেন। রবিবার ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে রেজাউল করিম প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম. এ লতিফ এবং চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এসময় প্রধানমন্ত্রী আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন বলে জানা গেছে।