মুজিববর্ষে উন্নত বিজয়নগর উপহার দেবেন মোকতাদির চৌধুরী এমপি

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

বিজয়নগরনিউজ

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বিজয়নগরে সড়ক, সেতু, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। মুজিববর্ষে জনগণকে উন্নত বিজয়নগর উপহার দেয়া হবে। শনিবার দুপুরে শনিবার দুপুরে বিজয়নগরের চান্দুরা থেকে আখাউড়া পর্যন্ত ১৬ কিলোমিটার আঞ্চলিক সড়ক, কালিবাজার কাটা খালের উপর সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এমপি বলেন, এসব প্রকল্পের কাজ ২০২০ সালেই শেষ হবে। সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের গুণগতমান বজায় রেখে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগরের ইউএনও মেহের নিগার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুধী বাপ্পী প্রমুখ।