ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ তানভীর আমিদ রাজীব: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেল মিয়াকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের এএসআইআহম্মেদ আলী ভূইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়ত উপজেলার পাহাড়পুর ইউপির সেজামুড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আসামী সোহেল মিয়া পাহাড়পুর ইউপির সেজামুড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে । এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সততা নিশ্চিত করে বিজয়নগর নিউজকে জানান,আটককৃত আসামী সিজেএম-১২৪৩/১৫ জিআর-৩৯৫/১২ বিজয়নগর ২ বছরের সাজা প্রাপ্ত আসামী। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। Related posts:ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সভাপতি-সেক্রেটারিসহ শীর্ষ ১৪নেতার বিরুদ্ধে এমপি’র মামলাদেওয়ান খান খাদেম এর অকাল মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটনের শোকপ্রকাশ Post Views: ৭৮১ SHARES আইন-আদালত বিষয়: আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রআটকএসআই আহমদ আলীপাহাড়পুর ইউপিবিজয়নগর থানাসাজাপ্রাপ্ত আসামী