আশুগঞ্জে ফেন্সিডিল সহ প্রাইভেটকার জব্দ, আটক-২ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০ বিজয়নগরনিউজ।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাচারকালে ৪০০ বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে আটক করা হয়। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কমলপুরের বাবুল মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (৩০) ও একই উপজেলার ভবানীপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আনোয়ার হোসেন(২৪)। আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান Related posts:ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় এবার ডিএসবির এএসপি বদলীযারা একুশে পদক পাচ্ছেনচাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদ হত্যা মামলার ৪ জনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড Post Views: ৬২৪ SHARES আইন-আদালত বিষয়: