বিজয়নগরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

বিজয়নগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদ সাগরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আজ (৬ ফেব্রুয়ারি) উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানটি করা হয়।

উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এমদাদ সাগর

এ সময় উপস্থিত বক্তব্য রাখেন ,জেলা ছাত্রলীগের সাবেক নেতা কাজী আশিকুর রহমান,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,ছাত্রলীগ নেতা মনির,ইমরান আলী,পরীক্ষা কেন্দ্রে উপস্থিত বিভিন্ন শিক্ষক সহ আরও অনেকে।

শিক্ষা উপকরণ বিতরণকালে বক্তারা বলেন, ভালো শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ তথা সমাজের উন্নয়নের পথযাত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সুন্দর, আদর্শ সমাজ বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই।
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করার মাধ্যমে শিক্ষার প্রতি তার আগ্রহ সৃষ্টি ও তাদের অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য বক্তারা এমদাদ সাগরকে ধন্যবাদ জানান।