আজ ১১ ছাএলীগ নেতার নবম মৃত্যুবার্ষিকী বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০ আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জন্য শোকাবহ দিন। সড়ক দুর্ঘটনায় নিহত ১১ ছাত্রলীগ নেতাসহ ১২জনের নবম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে জেলা ছাত্রলীগ। কর্মসূচী অনুযায়ী আজ সকাল সাড়ে ৯টায় টি.এ.রোডের তোফায়েল আজম মনুমেন্ট ( মঠের গোড়া) সংলগ্ন ১২ ছাত্র নেতা স্মরনে নির্মিত স্মৃতি সৌধে পুষ্পস্তক অর্পন, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। উল্লেখ্য ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামীলীগ নেতা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির সফর সঙ্গী হয়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিলদিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ১১ ছাত্রলীগ নেতাসহ ব্রাহ্মণবাড়িয়ার ১২ সন্তান। এরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী আলম শান্ত-(৩১), ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক এজিএস আরিফুল ইসলাম বাবু-(৩০), জেলা ছাত্রলীগ নেতা শওকত হোসেন লিয়েন-(২৮), মোর্শেদ আলম-(২৯), শাহজাহান রহমতুল্লাহ রুমেল-(২৮), অ্যাডভোকেট জিয়াউল আমিন রিয়াদ-(২৯), শেখ রায়হান উদ্দিন-(২৮), হাফেজ আব্দুল্লাহ মাসুদ তানভীর-(২৯), মোঃ ইমরানুর রেজা ইমরান-(২৮), নূরুল আসিফ চৌধুরী-(২৮) ও মিজানুর রহমান-(৩৫)। পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোঃ আলমগীর-(২৮)। সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এখনো পঙ্গুত্ব বরন করছেন জেলা ছাত্রলীগ জাহিদ হোসেন পাভেল। ১২ ছাত্র-নেতার স্মৃতিকে ধরে রাখার জন্য শহরের কেন্দ্রস্থল টি.এ.রোডের মনুমেন্টের পাশে (মঠের গোড়ায়) ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় একটি স্মৃতি সৌধ। Related posts:বিজয়নগরে সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণবিজয়নগরে নিহত ৬জনের মাঝে ৪ জনের পরিচয় মিলছেপাইকপাড়া জরুউদ্দিনের বাড়ী হতেন বিপুল পরিমান ফেনসিডিল সহ গিয়াসউদ্দীন আটক Post Views: ৬৬৪ SHARES আন্তর্জাতিক বিষয়: