গ্রেফতারী পরোয়ানার আসামীকে নিয়ে ফটোসেশন করলেন নবীনগর থানার ওসি। বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গ্রেফতারী পরোয়ানার আসামীকে নিয়ে ফটোসেশন করলেন নবীনগর থানার ওসি। ছবিটি ফেসবুকে আসার পর এনিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। তবে পুলিশ বলছে, গ্রেফতারী পরোয়ানার আসামী নাছির উদ্দিনকে খুঁজে পাচ্ছেননা তারা। তাকে পলাতক বলছেন তারা। তবে অভিযোগ মিলেছে নাছির উদ্দিন নিয়মিত নবীনগর থানার বিভিন্ন কর্মকর্তার সাথে নিবিড় সময় কাটাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগও দিচ্ছেন। জানা যায়, নবীনগর উপজেলা আওয়ামীলীগের যুব ক্রীড়া সম্পাদক মো. নাছির উদ্দিন একটি মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী। নবীনগর থানার জিআর নম্বর -৩০১/১৭। গ্রেফতারী পরোয়ানা থাকার পরও প্রকাশ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন। গত ৩১ জানুয়ারি নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার নবীনগর মহিলা ডিগ্রী কলেজে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট প্রদান অনুষ্ঠিত হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণোজিত রায় দায়িত্ব পালনের সময় উপজেলা আওয়ামীলীগের ওই নেতা সেখানে অবস্থান করেন। ভোট কেন্দ্রে দীর্ঘ সময় কাটান এবং ফটোসেশনও করেন। পুলিশের তালিকায় পলাতক হলেও তিনি সরব নবীনগর উপজেলা জুড়ে। আবার পুলিশের শীর্ষ কর্তাদের সাথে ছবিও উঠাচ্ছেন। সর্বশেষ গত ৩১ জানুয়ারি শুক্রবার নবীনগর শিক্ষক সমিতির নির্বাচনে তিনি নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণোজিত রায়ের সাথে ফটোসেশনও করেন। নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রণোজিত রায়ের সাথে যোগাযোগ করলে তিনি পরে ফোন করবেন বলে লাইন কেটে দেন। জেলা পুলিশের নবীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, বিষয়টি জানা ছিল না। তিনি খতিয়ে দেখবেন। Related posts:আজ স্বৈরাচার পতন দিবস।নির্মিতব্য প্রামাণ্যচিত্র “ধীরেন্দ্রনাথ দত্ত: তিতাস পারের মানুষটি”-র জন্যে গণঅর্থায়নের তানভীর মোকাম্...ঢাকা থেকে ১৬ ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ায় আসলেন ট্রাক Post Views: ৬১৮ SHARES আইন-আদালত বিষয়: