স্বাধীনতা যুদ্ধের সময় ভারত থেকে বাংলাদেশে এসে অনেক মানুষের জীবন বাঁচানো ডা. রথীন দত্ত আর নেই বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ বিজয়নগরনিউজ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত থেকে বাংলাদেশে এসে অনেক মানুষের জীবন বাঁচানো ডা. রথীন দত্ত মারা গেছেন। ৮৮ বছর বয়সে কলকাতায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানুষের চিকিৎসা করতে অক্লান্ত পরিশ্রম করেন রথীন দত্ত। ওই সময়ে তিনি মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ সম্মাননা দেয়। রথীন দত্তের জন্ম আসামের মঙ্গলদৈ-এ। স্কুলের পড়াশোনা শিলংয়ে। ডিব্রুগড় মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে লন্ডন যান এফআরসিএস ডিগ্রি নিতে। কাজ করেছেন বিধান চন্দ্র রায়ের অধীনে। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবের দায়িত্ব থেকে অবসর নেন ১৯৯২ সালে। সে বছরই তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার। Related posts:সরাইলে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগার উদ্বোধনব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: অবিলম্বে পালের গোদাদের গ্রেপ্তার করুনপ্রমোশন পেলেন বিপ্লব বড়ুয়া Post Views: ৫৯০ SHARES আন্তর্জাতিক বিষয়: