ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত লিটন সভাপতি ॥ মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ২০ দলীয় ঐক্য জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত দুটি প্যানেল ছাড়াও নির্দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে বৃহস্পতিবার ৮টি পদে সরাসরি নির্বাচন হয়। কমিটির সম্পাদক (লাইব্রেরী) পদে মোহাম্মদ জাকির হোসেন সিদ্দিকী, সম্পাদক (কল্যাণ ও সংস্কৃতি) পদে মোঃ শাহপরান ও অডিটর পদে মোঃ আশরাফুল ইসলাম খান (চমন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরা সবাই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত। Related posts:জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে নাসিমা মুকাই আলীশুধু খুলনায় নয় সারাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে মোকতাদির চৌধুরীর মত নেতা প্রয়োজনসংগ্রহ গড়েও হারলো বাংলাদেশ Post Views: ৪৪৯ SHARES আইন-আদালত বিষয়: