ঢাকা, ২৮শে মে, ২০২৩ ইং

ব্রাহ্মনবাড়ীয়া করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক অবস্হান গ্রহন

বিজয়নগর

নিউজ

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

বিজয়নগর নিউজ ডেস্ক: চীনে প্রাণঘাতি করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মঙ্গলবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের সেবা দেওয়ার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিএমএ ভবনে ৫ শয্যার একটি আইস্যুলেশন ইউনিট চালু করা হয়েছে। এছাড়াও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সদর হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন বলেন, আক্রান্তদের সনাক্তকরণের জন্য চীন ভ্রমণের ইতিহাস রয়েছে কিনা, যদি ১ মাসের মধ্যে চীন ভ্রমন করে থাকে সেক্ষেত্রে ভ্রমণকারীর জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট থাকলে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ ডেস্ক কাজ করছে। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কাউকে সনাক্ত করা হয়নি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে তাদের পক্ষ থেকে আন্তরিকতার সাথে কাজ করা হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে প্রয়োজীয় নির্দেশনার কথা জানানো হয়েছে।

  • এই বিভাগের সর্বশেষ