বিজয়নগরে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দাউদ পুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২০ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে দাউদ পুর সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.শাহজাহান খাঁন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. আলমগীর ও সহকারী শিক্ষক বিষু চন্দ্র দেব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল-মামুন, চান্দুরা ইউপি চেয়ারম্যান এ,এম, শামীউল হক চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মৃণাল চৌধুরী লিটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ শাহজাহান খাঁন । পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করাসহ পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটে।