ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক, বিজয়নগর নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার চম্পক নগর ইউনিয়নে ১৫০টি পরিবারের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। বিজয়নগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় ঐতিহ্য সংরক্ষণ পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাজু আহমেদ মোবারক এই মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল চৌধুরী, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান দস্তগীর, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা পাপিয়া সারোয়ার, বিজয়নগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান দস্তগীর (হৃদয়), বিজয়নগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সহ-সভাপতি হৃদয় আহমেদ। ও বিজয়নগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ শিক্ষার্থীবৃন্দ । এই ব্যাপারে কম্বল বিতরণ কর্মসূচির সমন্বয়ক শেকৃবি শিক্ষার্থী হৃদয় দস্তগীর জানান, সকলের সম্মিলিত সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরো বড় পরিসরে আরো বেশি অসহায় দরিদ্র পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা যাবে। এমন একটি মহত কাজে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং এই ধরনের মানবিক কাজ অব্যাহত রাখার কথাও জাবানি তিনি । Related posts:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দূর্নীতি বিরােধী র্যালী ও মানববন্ধন অনুষ্টিতবিজয়নগর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় মালামাল বিতরনদুই বছরের সাজা থেকে বাঁচতে পলাতক ২৮বছর, অবশেষে ধরা Post Views: ৫৮৬ SHARES জাতীয় বিষয়: উপজেলাকম্বলচম্পক নগরছাত্র কল্যাণছাত্রলীগবিজয়নগর