হোটেল এশিয়া থেকে পরররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধীর মরদেহ উদ্ধার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২০ বিজয়নগর নিউজ ডেস্ক : রাজধানীর পল্টনের একটি আবাসিক হোটেল থেকে রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম এসএমএ রশিদ (৬০)। তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে পল্টনে হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টের নবম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ওসি আবুল হাসান। তিনি বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) ঢাকায় আসেন এসএমএ রশিদ। ওই দিন বিকেলে তিনি হোটেলে ওঠেন। আজ সোমবার সকালে ঘুম থেকে না ওঠায় হোটেলের ম্যানেজার শিশির চন্দ্র ও রশিদের গাড়িচালক আরিফ হোসেন দুপুর ১২টার দিকে দরজা খুলে কক্ষের ভেতরে প্রবেশ করেন। তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়েছে। নিহত এসএমএ রশিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সম্বন্ধী বলেও নিশ্চিত করেছেন ওসি আবুল হাসান। অন্যদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক এএসআই আব্দুল খান জানান, এসএমএ রশিদের মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। Related posts:বিজয়নগরে চান্দুরায় মুক্তাদির চৌধুরী মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণআজ গাজীপুরে যাচ্ছেন জিএম কাদেরবিজয়নগরে র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এম পি সুস্ততা কামনায় দোয়াও আলোচনা Post Views: ৬৮৯ SHARES জাতীয় বিষয়: উদ্ধারএশিয়াপ্রতি মন্ত্রীমৃতদেহহোটেল