ভাষাসৈনিক ও মুক্তিযু’দ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আহমেদ আলী আর নেই বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০ ভাষাসৈনিক ও মুক্তিযু’দ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আহমেদ আলী ৯৭ বছর বয়সে মা’রা গেছেন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার মৃ’ত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। তার ছোট মেয়ে আইরিন আহমেদ জানান, অ্যাডভোকেট আহমেদ আলীর প্রথম জানাজা ব্রাহ্মণবাড়িয়ার কাজলিয়া গ্রামে তাদের বাড়িতে হবে। পরে আসরের নামাজের পর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা শেষে শাসনগাছা কবরস্থানে তাকে দাফন করা হবে। অ্যাডভোকেট আহমেদ আলী ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের গণপরিষদ নির্বাচনে বৃহত্তর কুমিল্লা-৫ (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) আসনের এমএলএ নির্বাচিত হন। তিনি ১৯৫৩ সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান, কুমিল্লার প্রথম ডিসি ছিলেন। তিনি পাঁচ মেয়ে ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অ্যাডভোকেট আহমেদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুমিল্লা জেলা প্রশাসন, বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন। Related posts:মন্ত্রী হিসাবে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী-এমপি’র নাম প্রস্তাব।জেনারেল বাজওয়ার ভুল বয়ান ও পাকিস্তানিদের ক্ষমা চাওয়াব্রাহ্মণবাড়ীয়া জেলা সমিতি, ইউকে’র দোয়া ও ইফতার মাহফিল-২০২৩ Post Views: ৬১৩ SHARES জাতীয় বিষয়: