রাস্টু মিয়ার মা লাল চান বেগম মৃর্তুতে র আ ম উবাইদুল মোকতাদিরচৌধুরী এমপি র শোক প্রকাশ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাস্টু মিয়ার মা লাল চান বেগম গতকাল বিকাল চার ঘটিকায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন এদিকে তার মৃর্তুতে গভীর শোক প্রকাশ করেন ব্রাহ্মনবাড়ীয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবাইদুল মোকতাদির চৌধুরী এমপি শোক বার্তায় তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন । শোকবার্তায় তিনি আরও বলেন, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন একইসঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন Related posts:ফের সিরাজগঞ্জে ট্রেন দূর্ঘটনাখালেদা জিয়ার মুক্তির দাবিতে কাফনের কাপড় পরে যুবদলের বিক্ষোভসরাইলে হেফাজতের হামলার নেতৃত্ব দেন আ’লীগ সভাপতির তিন ছেলে! Post Views: ৪৭৪ SHARES জাতীয় বিষয়: