রাস্টু মিয়ার মা এর মৃত্যুতে মৃনাল চৌধুরী লিটন শোকপ্রকাশ

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

বিজয়নগরনিউজ।। বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাস্টু মিয়ার মা লাল চান বেগম গতকাল বিকাল চার ঘটিকায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন এদিকে তার মৃর্তুতে গভীর শোক প্রকাশ করেন ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি ওপ্রেসক্লাব বিজয়নগর এর সভাপতি মৃনাল চৌধুরী লিটন শোক বার্তায়
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন

শোকবার্তায় তিনি আরও বলেন, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও একইসঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।