বিজয়নগর উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন জে এস সির সেরা রেজাল্ট বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০ বিজয়নগর নিউজ। উবায়দুল মোকতাদির চৌধুরী বিদ্যানিকেতন ২০১৯ সালের জে এস সির সেরা রেজাল্ট এবার জে এস সি পরিক্ষায় ৮০ অংশগ্রহণ করে ১০০℅ পাশ করছে ২ জন A+ সহ বিজয়নগর উপজেলার শ্রেষ্ঠ ফলাফল অর্জন করে। কৃতি ফলাফলের জন্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এম পি শুভেচছা জানান এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মেহের নিগার মহোদয় শুভেচছা জানিয়ে কৃতি শিক্ষার্থীদের জন্য পুরষ্কার ঘোষণা করেন। শুভেচ্ছা জানান,এ ছাড়াও শুভেচছা জানিয়েছেন মৃনাল প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি প্রেসক্লাবে বিজয়নগর, মৃনাল চোধুরী লিটন, সহ মিলন কৃষ্ণ হালদার, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার, জনাব আল মামুন উপজেলা সহঃ মাধ্যমিক শিক্ষা অফিসার। জামাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী, জনাব আজিজুল হক, অভিভাবক সদস্য Related posts:ধীরেন্দ্র নাথ দও আমাদের অহংকারআফজল খান ছিলেন কুমিল্লার রাজনীতির জাদুকরব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু Post Views: ৫৯১ SHARES জাতীয় বিষয়: