শেখ হাসিনার আগামীতে দারিদ্র্য মুক্ত বাংলাদেশ হবে র আ ম ওবায়দুলমোক্তাদিরচৌধুরী এমপি বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ ব্রাহ্মণবাড়িয়ায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের পুরাতন কোর্ট বিল্ডিং এলাকায় প্রধান অতিথি হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়া, জেলার শীর্ষ আলেমগন প্রমুখ। ৪৩ শতাংশ জমির উপর নির্মিতব্য ৪তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মান ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ টাকা। আগামী ২০২১ সালের ১৪ জানুয়ারী মসজিদটির নির্মান কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এর নির্মান কাজ বাস্তবায়ন করবে গণপূর্ত বিভাগ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় সুর-সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোকতাদির চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীদিনে বাংলাদেশ দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে Related posts:জনপ্রশাসন, জনসেবা ও করোনা ভাইরাস সমাচারব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ সভা অনুষ্ঠিতবিজয়নগরে বীর নিবাস হস্তান্তর Post Views: ৮০৯ SHARES আন্তর্জাতিক বিষয়: