সরাইলে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগার উদ্বোধন

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

বিজয়নগর নিউজ।। ব্রাক্ষণবাড়িয়ার সরাইলে শনিবার সকালে কালিকচ্ছ শেখাবাদে ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ স্মৃতি সংসদের আহবায়ক সঞ্জীব কুমার দেবনাথ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগারের পরিচালক শাহ শেখ মজলিশ ফুয়াদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও গবেষক অতিরিক্ত সচিব জন নিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড.নূরুদ্দিন জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এস,এম মোসা। উপজেলা আওয়ামীলীগের যুগ্নআহবায়ক এড. আব্দুর রাশেদ, বিশিষ্ট লেখক হিমাদ্রি শেকড় নান্টু, সরাইল প্রেসক্লাবের সভাপতি বদরউদ্দিন বদু, এড. সৈয়দ তানবির হোসেন, ফজলুল হক মৃধা। সঞ্চালনা করেন সরাইল প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম রিপন ।