বিজয়নগরে মহিলা মেম্বার কাকুলী ইয়াবা সহ আটক বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯ বিজয়নগর সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ায় ভ্যানিটি ব্যাগে করে ইয়াবা পাচারের সময় কাকলী বেগম (৩৫) নামে সংরক্ষিত ওয়ার্ডের নারী মেম্বারকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৭ নং সিংগারবিল ইউনিয়ন পরিষদের (৪,৫,৬) নং ওয়ার্ডের বর্তমান মহিলা মেম্বার। বুধবার বিকেলে জেলা সদর উপজেলার রামরাইল এলাকা থেকে ১৮শ’ ৯৯ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মেম্বারকে আটক করার পর তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে উক্ত ইয়াবা উদ্ধার করা হয়। আটক কাকলী বেগম ওই ইউনিয়নের কাশিনগর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে এবং একই এলাকার বাসিন্দা মনির হোসেনের স্ত্রী। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক শরিফুল ইসলাম বিষয়টি সত্যতা স্বীকার করে সাংবাদিকদেরকে বলেন , আটক কাকলি বেগমের বিরুদ্ধে মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। Related posts:৬ মার্চ, ১৯৭১: উত্তাল সারাদেশ, রাস্তায় নেমে আসে জনতাকবি আফরোজা আফরিনের কবিতাডিসি চাকরিচ্যুতও হতে পারেন : মন্ত্রিপরিষদ সচিব Post Views: ৫০৭ SHARES জাতীয় বিষয়: