রাজাকারের তালিকা স্থগিত

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশ করা রাজাকারের তালিকা আপাতত স্থগিত করা হয়েছে। বিজয়নগর নিউজ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়য়ের সচিব আরিফ উর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের অসঙ্গতির অভিযোগ আসায় এটি আপাতত স্থগিত করা হলো। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের একটি তালিকা প্রকাশ করেছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানিয়েছিলেন, এটি কোনও নতুন তালিকা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তালিকাই প্রকাশ করা হয়েছে। এদিকে ওই দিনই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইটে তালিকা প্রকাশ করা হয়। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ওয়েবসাইট থেকেও সেই তালিকা সরিয়ে নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ তালিকা যাচাই-বাছাই করে সংশোধনের নির্দেশনা দিয়েছেন। কি প্রক্রিয়ায় দ্রুততম সময়ে দেশব্যাপী যাচাই-বাছাই সম্পন্ন করে প্রকৃত তালিকা প্রকাশ করা যায়, সে ব্যাপারে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা প্রয়োজন। যাচাই-বাছাই শেষে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পুনরায় রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।’