বিজয়নগরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টানেটে শেয়ার পরে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে (১২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্নাঢ্য রালী উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালীতে অংশ নেন উপজেলা চেয়ােম্যান নাছিমা মুকাই আলী, ইউএনও মেহের নিগার, এসিল্যান্ড মো: মাহবুবুর রহমান,প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী সাথী সহ চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিনের শিক্ষার্থী, শিক্ষক, নানা পেশার ব্যক্তিবর্গ। পরে বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মেহের নিগার এর সভাপতিত্বে ও মাধ্যমিক সহকারি শিক্ষা অফিসার মো: আল মামুন এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যার নাছিমা মুকাই আলী, নির্বাহী অফিসার মেহের নিগার, সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরীলিটন ,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী সাথী, সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, চেয়ারম্যান জিয়াউল হক বকুল, মুক্তিযুদ্ধা কমান্ডার সাজের্ন্ট মো: তারা মিয়া প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার হাজেরা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীরা।