যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী দুজনেই গ্রেফতার বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার পানিশ্বর ইউপির টিঘর গ্রামের মো. সুলতান মিয়া ও তার স্ত্রী মাহফুজা বেগম। সোমবার (৯ ডিসেম্বর) ভোরে রাজধানী ঢাকার মুগদা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে সরাইল থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো’র দিকনির্দেশনায় এসআই মঞ্জুর আহাম্মদ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকার মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সরাইল থানায় নিয়ে আসেন। সোমবার দুপুরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, সাজাপ্রাপ্ত আসামিরা দীর্ঘ দিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ঢাকা থেকে আটক করা হয়। Related posts:লক্ষীপুর জেলা প্রশাসনে মেহের নিগার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদাননির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান আহমেদকে আজীবন সদস্য পএ তুলে দেন মৃণাল চৌধুরী লিটনঅরুয়াইল বাজারে দখলদারদের থাবা থেকে রক্ষা পায়নি টয়লেটও Post Views: ৪৫৯ SHARES আইন-আদালত বিষয়: