বিজয়নগর মুুক্ত দিবস পালিত

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯

বিজয়নগর মুক্ত দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চান্দুরা ডাকবাংলো মোড়ে মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে দিবসটি পালন করে। হানাদারমুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশএর সাবেক মহাপরিদর্শক ও পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী বিযেশ অথিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জহিরুল ইসলাম ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কবির উদ্দীন বিজয়নগর উপজেলা পরিযদের চেয়ারম্যান নাসিমা মুকাই আলী,বীর মুক্তিযোদ্ধা তারা মিয়া এ সময় উপস্হিত ছিলেন চান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল হক চৌধুরী শামীম বুধন্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতু মিয়া সিংগারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রেসক্লাব বিজয়নগর সভাপতি মৃনাল চৌধুরী লিটন বিজয়নগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার এর সভাপতিত্বে ও সুুনির্মল সাহার পরিচালনায় আলোচনা সভা অনুষ্টিত হয় এ সময় মাধবপুর উপজেলা ও বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ০৬ ডিসেম্বর ১৯৭১ সালের এইদিনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পাক হানাদার মুক্ত হয়।