ব্রাহ্মণাবড়িয়ার বিজয়নগরে দুদকের শিক্ষা উপকরন বিতরণ বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯ নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুদকের উদ্যােগে শিক্ষা প্রতিষ্টানের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। আজ সােমবার দুপুরে উপজেলা দূর্নীতি প্রতিরােধ কমিটির সভাপতি হাফেজ মােহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে এতে উপস্তিত ছিলেন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক কামরুল হুদা ,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার ,প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধূরী লিটন ,দপ্তর সম্পাদক তানভির অামিদ রাজীব,দুদকের সাধারন সম্পাদক লিটন মিয়া ,সদস্য মাে: জিয়াদুল হক বাবু প্রমুখ। এতে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্টানে ছাতা,টিফিন বক্স,জেমিতি বক্স ও খাতা প্রদান করা হয়। Related posts:বিজয়নগরে জেল হত্যা দিবস পালনবিষ্ণুপুর ইউনিয়নের চাউল কেলেংকারী মামলার প্রধান আসামী শাহীন ভুইয়াকে গ্রেফতারকম খরচে করোনা সনাক্ত করতে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি পিসিআর ল্যাব দাবি Post Views: ৬০৬ SHARES জাতীয় বিষয়: