ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ফাহিমা খাতুন বিজয়নগর বিজয়নগর নিউজ প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এ ৩৩ (১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন। ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবু মুছা আনছারি জানান, বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম-সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরে আগামী ৪ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ফাহিমা খাতুন বছরের জন্য এই নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময় তিনি আরও জানান ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর- বিজয়নগর) আসন থেকে একাধিকবার নির্বাচিত বর্তমান এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি, এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটি সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী একান্ত প্রচেষ্টায় ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’ নামে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আগামী জানুয়ারি থেকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান Related posts:একুশের চেতনা হলো অসাম্প্রদায়িকতা ও ধর্মনিরপেক্ষতা’ব্রাহ্মণবাড়িয়ায় ছয় সাংবাদিকের হাত-পা কেটে নেয়ার হুমকিব্যাঙের ছাতার মতো অলিতে-গলিতে এখন আল্লামা! Post Views: ৭১০ SHARES আন্তর্জাতিক বিষয়: